বাংলা নিউজ >
দেখতেই হবে >
RG Kar পৌঁছল CBI টিম, বিক্ষোভে আজও উত্তাল রাজ্য! বীরভূম থকে হাওড়ার ছবি একনজরে
Updated: 15 Aug 2024, 07:44 AM IST
Sritama Mitra, Sayani Rana
আর জি কর-কাণ্ডে আজও প্রতিবাদ, বিক্ষোভের ছবিটা সকাল থেকেই এক। ন্যাশনাল মেডিক্যাল কলেজে সকাল থেকেই বিক্ষোভের জেরে আউটডোর পরিষেবায় প্রভাব পড়েছে। বীরভূমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের পড়ুয়ারাও প্রতিবাদে অংশ নেন। তাছাড়াও একই ছবি ধরা পড়ে জোকা ইএসআই হসপিটাল, মালদা মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বারুইপুর হাসপাতাল-সহ রাজ্যের একাধিক জায়গায়। এদিকে, বেলা গড়াতেই CBI ধৃত সঞ্জয়কে কমান্ড হাসপাতালে নিয়ে যায় মেডিক্যাল চেক আপের জন্য। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।