বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: বাস্তবের 'সিংহম'! ভরা রাস্তায় গুলি-যুদ্ধে ডাকাতদের সঙ্গে এভাবে লড়লেন পুলিশ অফিসার মেঘনাদ মণ্ডল
Updated: 11 Jun 2024, 10:24 PM IST
Sritama Mitra
এলাকায় ছিলেন ব্যক্তিগত কাজে। আশপাশে লোকজনের ভীত মুখ দেখে তিনি কিছু একটা আন্দাজ করেন। এরপরই সার্ভিস রিভলভার বের করে নেন পুলিশ অফিসার মেঘনাদ মণ্ডল। জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি, সাব-ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল। তাঁর সাহসিকতার চর্চা এখন গোটা বাংলা জুড়ে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডাকাতদের সঙ্গে তাঁর লড়াইয়ের রুদ্ধশ্বাস দৃশ্য। ঘটনার সময় পুলিশ অফিসারের পরনে ছিল সাদা পোশাক। তিনি যেখানে ছিলেন তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ছিল সোনার দোকান। দোকানের কাছে যেতেই বিষয়টি বুধতে পেরে যান তিনি। দোকানের বাইরে পাহারায় থাকা এক ডাকাতও ততক্ষণে বুঝতে পারে, সহজে পালিয়ে যাওয়া মুশকিল। দুই পক্ষের গুলির লড়াই চলে। যার একপক্ষে একা লড়ছিলেন ওই অকুতভয় পুলিশ অফিসার। তাঁর সাহসিকতার নিদর্শন এই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ইলেকট্রিক পোস্টকে 'মেঘ' বানিয়ে তার আড়াল থেকে লড়েছেন পুলিশ অফিসার মেঘনাদ। গোটা এলাকাও দেখেছে সেই দৃশ্য।