বাংলা নিউজ >
দেখতেই হবে >
Robbery CCTV Footage: সোনার দোকানে পর পর ট্রে ফাঁকা! হাওড়ায় ক্রেতা সেজে ডাকাতির হাড়হিম করা CCTV ফুটেজ প্রকাশ্যে
Updated: 11 Jun 2024, 08:13 PM IST
Sritama Mitra
রানীগঞ্জের পর এবার হাওড়া। ফের দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে এই ঘটনা ঘটেছে। ক্রেতা সেজে এসে এই ডাকাতি করা হয় বলে খবর। প্রায় আধঘন্টা ধরে দোকানে লুটপাট চালানোর পর ডাকাত দল চম্পট দেয় হাওড়া আমতা রোড দিয়ে। ৪ দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় এসেছিল বলে জানা গিয়েছে।