বাংলা নিউজ > দেখতেই হবে > Video: সিটে বসা নিয়ে ২ মহিলার চুলোচুলি, হাতাহাতি! বনগাঁ লোকালের ভিডিয়ো ভাইরাল

Video: সিটে বসা নিয়ে ২ মহিলার চুলোচুলি, হাতাহাতি! বনগাঁ লোকালের ভিডিয়ো ভাইরাল

 লোকাল ট্রেনে বসা নিয়ে দুই মহিলার ব্যাপক হাতাহাতির ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। শিয়ালদহ বনগাঁ শাখার লোকালে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় ৬:৩৭ এর শিয়ালদহ বনগাঁ লোকালে ট্রেনের মধ্যে দুই মহিলা যাত্রীর মধ্যে চুলোচুলি হতে দেখা যায়। রক্তাক্ত হয়ে জখম হন ১ মহিলা। ঘটনায় তদন্তে নামে বনগাঁ জিআরপি। n