বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: চার্মিং ও ডার্লিং, দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ডের দুই শাবকের নামকরণ মমতার
Updated: 13 Nov 2024, 07:00 PM IST
Laxmishree Banerjee
দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিল জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাই চিড়িয়াখানায় পৌঁছে কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন মমতা। উঠে আসে নামকরণের প্রসঙ্গ। সময় না নষ্ট করে মুখ্যমন্ত্রী স্নো লেপার্ডের দুই শাবক ও চার রেড পান্ডা শাবকের নামকরণও করে ফেলেন। মুখ্যমন্ত্রী চিতার শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকদের নাম পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম।