বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rajeev-Charu: স্বামী, শাশুড়ি, ননদ সকলেই প্রাক্তন, তবু চারু বলছেন, তাঁদেরকেই ভালোবাসেন...
Updated: 20 Jul 2024, 09:10 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
অভিনেত্রী চারু অসোপার কথায়, ‘আমরা খুব ভালো সময় কাটিয়েছি। জিয়ানা খুব উপভোগ করেছে। পুরো পরিবারের সঙ্গে জিয়ানার এটা প্রথম ট্রিপ ছিল। আর আমরা একসঙ্গে গিয়েছিলেন, কারণ, রাজীবন তো জিয়ানার বাবা, ওঁর পরিবারও জিয়ানার পরিবার। আর তাছাড়া আমি রাজীবের মা ( শুভ্রা সেন) এবং সুস্মিতা দিদিকে খুব ভালোবাসি। আর রাজীবের সঙ্গেও সময় কাটিয়ে ভালো লেগেছে।' চারুর কথায়, 'ব্যক্তিগত মতপার্থক্য থাকতেই পারে, তবে সুন্দর সম্পর্ক বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এমন নয় যে আমরা আলাদা হয়ে গেলেই অন্য সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি কেন জিয়ানাকে তার পরিবার থেকে আলাদা করব?' __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en