Updated: 18 Jun 2024, 06:14 PM IST
Sayani Rana
কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়লাভের পর পুজো দিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিতে আসেন। এদিন পাঁচ রকমের ফল ও পাঁচ রকমের মিষ্টি দিয়ে তিনি পুজো দেন। সোমবার দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝি জায়গায় ঘটে দুর্ঘটনা। এই ভয়ানক কাণ্ড ঘটার পর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উদ্ধারকার্যে এগিয়ে আসেন স্থানীয়রাও। তাই তাঁদেরও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি কী বললেন? পাশাপাশি তৃণমূলকে জয়ী করার জন্যও তিনি কোচবিহারের মানুষদের কৃতজ্ঞতা জানান। ভিডিয়োয় দেখে নিন বিস্তারিত।