বাংলা নিউজ > দেখতেই হবে > Video of Dog biting Child: লিফ্টে চোখের সামনে শিশুকে কামড়ে দিল পোষ্য কুকুর! নিরুত্তাপ পোষ্যর অভিভাবক যা করলেন

Video of Dog biting Child: লিফ্টে চোখের সামনে শিশুকে কামড়ে দিল পোষ্য কুকুর! নিরুত্তাপ পোষ্যর অভিভাবক যা করলেন

গাজিয়াবাদের এক হাউজিংয়ে এই ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেখানে দেখা যাচ্ছে, লিফ্টে এক ভদ্রমহিলা তাঁর পোষ্য কুকুরকে নিয়ে উঠছেন। তখন লিফ্টে দাঁড়িয়েছিল এক ছোট্ট শিশু। পিঠে তার ব্যাগ। আর লিফ্টে সে ওই পোষ্য কুকুরের পাশ দিয়ে যেতেই তাকে কুকুরটি কামড়ায়। যন্ত্রণায় মুহূর্তে ছটফট করতে থাকে শিশু। আর এসব দেখেও পোষ্যের অভিভাবক কোনও রকমের উদ্যোগ নেননি তা দেখা যাচ্ছে। ছোট্ট শিশুকে সামনে যন্ত্রণায় কাতরাতে দেখেও মহিলার এই উদাসীনতা নিয়ে নানান প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে শিশুটির বাবা ওই মহিলাকে প্রশ্নও করেন। তবে মেলেনি উপযুক্ত জবাব।