বাংলা নিউজ >
দেখতেই হবে >
'আত্মীয়কে হারালাম, অমায়িক মানুষ ছিলেন', মুনমুনের স্বামীর মৃত্যু, শোকপ্রকাশ মমতার
Updated: 19 Nov 2024, 10:11 PM IST
লেখক Priyanka Mukherjee
মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত হন ভরত দেব বর্মা। সেইসময় বাড়িতে ছিলেন না মুনমুন সেন বা বড়মেয়ে রাইমা। দুজনেই কাজের সূত্রে ছিলেন দিল্লিতে। খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'ভরত আমাকে খুব ভালোবাসতো। এটা বিরাট ক্ষতি, হঠৎ করেই মারা গেছে। আমি নিজের একজন শুভাকাঙ্খী, একজন আত্মীয়কে হারালাম।’