বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'এত সুন্দর....কাজে লাগানো দরকার', হাওড়ায় শৈলেন মান্নার নামে রাস্তা উদ্বোধনে CM মমতা
Updated: 12 Dec 2024, 10:00 PM IST
Laxmishree Banerjee
স্বর্গীয় কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্না, অবস্মরণীয়। তাঁর স্মৃতি আঁকলে নিতেই এবার, হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম রাখা হল শৈলেন মান্নার নামে। বৃহস্পতিবার তাঁর নামে রাস্তার উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে এ বিষয়ে নির্দেশ দিয়ে যান। তারপর জেলা প্রশাসন তড়িঘড়ি করে রাস্তার ধারে আরও আকর্ষণীয় করে তোলার কাজ করেন এবং সেলফ গ্রুপের মাধ্যমে স্টল সাজানোরও ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সফর সেরে আকাশপথে ফেরার সময় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে নামেন মমতা। সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছে যান ড্রেনেজ ক্যানেল রোডে। সেখানে ফলক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।