বাংলা নিউজ > দেখতেই হবে > Video: সেনার পোশাকে ৭ বছরের ছেলে জানাল বাবাকে স্যালুট! কর্নেল মনপ্রীত সিংয়ের শেষযাত্রায় শোকস্তব্ধ এলাকা

Video: সেনার পোশাকে ৭ বছরের ছেলে জানাল বাবাকে স্যালুট! কর্নেল মনপ্রীত সিংয়ের শেষযাত্রায় শোকস্তব্ধ এলাকা

অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে বীর দর্পে তিনি লড়েছেন। এরপর জঙ্গিদের গুলি এসে বেঁধে তাঁর শরীরে। জঙ্গিদমনে দেশ সেবায় সদ্য শহিদ হয়েছেন কর্নেল মনপ্রীত সিং। তাঁর মরদেহ পৌঁছেছে মোহালিতে। সেখানে উঠে আসে এই দৃশ্য। শহিদ মনপ্রীত সিংয়ের ৭ বছরের ছোট্ট ছেলে কবীর। সেনার পোশাক পরে বাবার কফিনের সামনে সে জানাচ্ছে স্যালুট। ততক্ষণে কান্নায় ভেঙে পড়েও নিজেকে সামলাচ্ছেন মনপ্রীত সিংয়ের স্ত্রী। তাঁদের ২ বছর বয়সী ছোট্ট কন্যার সামনে ঘটে যাচ্ছে এই সমস্ত ঘটনা। 'কর্নেল মনপ্রীত সিং অমর রহে'র ধ্বনিতে সেই সময় জনতা জানাচ্ছে বীরযোদ্ধাকে যোগ্য বীরের সম্মান। বিয়ের ৭ বছরের মধ্যে স্বামীকে হারালেন মনপ্রীতের স্ত্রী। দেশ হারাল বীর যোদ্ধাকে। আর তাঁর সঙ্গে জড়িয়ে থাকা সুখস্মৃতি বুকে আঁকড়ে চোখের জলে ভাসল পরিবার, এলাকা।