বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ফের ফোন করার কথা ছিল..তবে তা আর আসেনি! শহিদ কর্নেল মনপ্রীত সিংয়ের পরিবার শেষবার তাঁকে দেখার অপেক্ষায়

Video: ফের ফোন করার কথা ছিল..তবে তা আর আসেনি! শহিদ কর্নেল মনপ্রীত সিংয়ের পরিবার শেষবার তাঁকে দেখার অপেক্ষায়

মোহালির মুল্লানপুরের ভরাউনজিয়ান গ্রাম। সেখানের ভূমিপুত্র শহিদ কর্নেল মনপ্রীত সিং। সদ্য অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াইতে তিনি প্রাণ হারিয়েছেন। মনপ্রীত সিং সমেত ৩ বীর যোদ্ধা প্রয়াত হয়েছেন। যার প্রতিবাদ দেখা গিয়েছে উপত্যকায়। সন্তান,পরিবারকে রেখে দেশের সেবায় কর্নেল মনপ্রীতের আত্মবলিদান ভুলছে না মোহালি। শোকতস্তব্ধ পরিজনদের বাঁধ মানছে না চোখের জল।