বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'ভারত জোড়ো যাত্রা'-র মাঝে আচমকাই হার্ট অ্যাটাক! মৃত্যু কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর
Updated: 14 Jan 2023, 11:14 PM IST
লেখক Sritama Mitra
পঞ্জাবের ফিল্লৌরিতে চলছিল কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'। মিছিলে হাঁটছিলেন রাহুল গান্ধী সমেত বহু নেতারা। রাহুলের পাশে ছিলেন কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী। আচমকাই দেখা যায়, তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন। তাল কাটে যাত্রার। ততক্ষণে সকলেই দুশ্চিন্তায়। মুহূর্তে অ্যাম্বুলেন্সে স্থানীয় ফাগওয়ারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল পৌঁছানোর আগেই সাংসদের মৃত্যু হয়। সন্তোখ সিংয়ের বয়স হয়েছিল ৭৬ বছর। ততক্ষণে হাসপাতালে পৌঁছন রাহুল গান্ধী সমেত প্রথম সারির নেতারা। জলন্ধরে সাংসদের বাড়ি পৌঁছে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষার করেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদী সমেত একাধিক মন্ত্রী, নেতারা শোক প্রকাশ করেছেন এই ঘটনায়।