বাংলা নিউজ > দেখতেই হবে > সাভারকর-গোডসের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল, দাবি করে বিপাকে কংগ্রেস সেবা দল

সাভারকর-গোডসের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল, দাবি করে বিপাকে কংগ্রেস সেবা দল

কংগ্রেসের তৃণমূল স্তরের স্বেচ্ছাসেবীদের সংগঠন, কংগ... more

কংগ্রেসের তৃণমূল স্তরের স্বেচ্ছাসেবীদের সংগঠন, কংগ্রেস সেবা দলের করা এক দাবি ঘিরে শুরু হল নয়া বিতর্ক। একটি বুকলেটে সেবাদলের পক্ষ থেকে বীর সাভারকরের বিষয়ে একটি বিতর্কিত দাবি করা হয়েছে। বুকলেটে বলা হয়েছে যে ব্রহ্মচর্যের দীক্ষা নেওয়ার আগে, নাথুরাম গোডসের একটিই শারীরিক সম্পর্ক ছিল-বীর সাভারকরের সঙ্গে।প্রসঙ্গত মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে।অন্যদিকে ভারতে দক্ষিণপন্থী রাজনীতির জনক বলা যায় বীর দামোদর সাভারকরকে।কংগ্রেসের এই দাবির তীব্র বিরোধিতা করেছেন সাভারকরের নাতি ও বিজেপির পদস্থ নেতারা। কংগ্রেসের সাফাই হল যে তারা ফ্রিডম অ্যাট মিডনাইট বলে একটি বইয়ে এই তথ্য পেয়েছিলেন।