দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসের কেস দেখা দিয়... more
দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসের কেস দেখা দিয়েছে মহারাষ্ট্রে। দিনরাত এক করে পরিস্থিতি সামাল দিতে লড়ছেন স্বাস্থ্যকর্মীরা। সেখানে চিকিত্সককে মারার খবর পাওয়া গেল রাজ্যের নাসিক শহর থেকে। মালেগাওন জেনারেল হাসপাতালে এক ডাক্তারের ওপর চড়াও হন এআইএমআইএম দলের সমর্থকরা। দুজন রোগীকে ডিসচার্জ দিতে দেরি হওয়ায় ক্ষুুব্ধ ছিলেন তাঁরা। অভিযোগ, স্থানীয় বিধায়কের পৃষ্টপোষকতায় এরকম ভাবে চিকিত্সককের ওপর চোটপাট করা হয়। ঘটনার পর অবশ্য কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ। মালেগাওয়ের বিধায়ক মুফতি মহম্মদ ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ।