করোনার জেরে থরহরি কম্প গোটা বিশ্বের। কিন্তু কিছু ম... more
করোনার জেরে থরহরি কম্প গোটা বিশ্বের। কিন্তু কিছু মানুষের ভ্রুক্ষেপ নেই। গোটা দেশে লকডাউন জারি করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সত্ত্বেও কিছু মানুষ ঘোরফেরা করছেন বাইরে। তাতেই চটলেন অক্ষয় কুমার। ভিডিয়ো বার্তায় খিলাড়ি কুমার জানালেন,' আমি খুব শান্তভাবে নিজের ভাবনা আপনাদের কাছে পৌঁছেদিয়ে থাকি, আজ শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি মুখ দিয়ে কিছু ভুলভাল কথা বেরিয়ে যায়। আপনাদের কী মাথা খারাপ হয়েছে? সমস্যাটা কোথায়? কারা লকডাউনের অর্থ বুঝতে পারছেন না? লকডাইনের মানে হল ঘরে বসে থাকুন। পরিবারের সঙ্গে থাকুন'। তারকা মনে করিয়ে দিলেন পর্দায় হিরোগিরি দেখালেও এখন তাঁর প্রাণ ওষ্ঠাগত। গোটা পৃথিবীর অবস্থা শোচনীয়। হাতজোড় করে দেশবাসীর কাছে ঘরে থাকার আবেদন জানালেন অক্ষয়।