দিল্লির নিজামুদ্দিনে তাবলিঘি জামাতের সভা থেকে যেভা... more
দিল্লির নিজামুদ্দিনে তাবলিঘি জামাতের সভা থেকে যেভাবে করোনাভাইরাস ছড়িয়েছে তাতে প্রচন্ড চিন্তায় প্রশাসন। শুধু ভারত নয় সারা বিশ্ব থেকে লোক এসেছিলেন ওই ধর্মীয় সভায়। ইতিমধ্যেই ওই সভায় গিয়েছিলেন, এমন আটজন মারা গিয়েছেন। যদিও মার্চের শুরুতে এটি আয়োজন হয়েছিল, কিন্তু কেন করোনাভাইরাসের কথা জানা সত্ত্বেও সংগঠকরা কোনও ব্যবস্থা নিলেন না, তাতে ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন যে প্রচন্ড দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এটি। কড়া ব্যবস্থা নেওয়া হোক। দিল্লিতে কম করে ২৪জন যারা করোনায় আক্রান্ত, তারা এই ধর্মীয় সভায় গিয়েছিলেন। ৪৪১ বর্তমানে করানোর প্রাথমিক চিহ্ন দেখানোয়, হাসপাতালে ভর্তি।