বাংলা নিউজ > দেখতেই হবে > ভগবানপুর: উড়ে এল তাজা বোমা! বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে পুলিশের সামনেই বোমাবাজি, গুলি

ভগবানপুর: উড়ে এল তাজা বোমা! বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে পুলিশের সামনেই বোমাবাজি, গুলি

মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানা ঘিরে বিস্ফোরণের ঘটনা ঘটে। মর্মান্তিক সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ভগবানপুরে প্রতিবাদ মিছিল হয় বিজেপির। বিজেপির সেই মিছিলে ছিল কড়া নিরাপত্তা। উপস্থিত ছিল পুলিশ প্রশাসন। এরপরই দেখা গেল, সেখানে বিজেপির মিছিল ঘিরে ব্যাপক বোমাবাজির ছবি। বোমা ও গুলির শব্দে এলাকায় ত্রাস ছড়ায়। বিজেপি এই ঘটনায় তৃণমূলের দিকে তোপ দেগেছে। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনকে দায়ী করেছে বিজেপি।