বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sundarban situation before Cyclone Remal:রেমালের চোখ রাঙানি! কালো মেঘে ঢাকল সুন্দরবনের আকাশ
Updated: 26 May 2024, 05:54 PM IST
Sritama Mitra
ক্রমে ধেয়ে সাগর থেকে স্থলভাগের দিকে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রেমালের আবাহনে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। মূলত, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সুন্দরবন এলাকায়। সেখানের ছবিটা দেখে নেওয়া যাক। জানা গিয়েছে, সর্বোচ্চ গতিবেগ ১৩০ কিমি প্রতি ঘণ্টার দৌড় নিয়ে ধেয়ে আসছে রেমাল। মধ্যরাতে তার স্থলভাগে আছড়ে পড়ার কথা। যেকোনও রকমের পরিস্থিতি মোকাবিলায় এদিকে, প্রস্তুত রয়েছে এনডিআরএফ থেকে শুরু করে নৌসেনা।