Updated: 15 Apr 2022, 10:49 PM IST
লেখক Sritama Mitra
শুরু নতুন বছর। আর নববর্ষের প্রথম দিনে সারা বছর মঙ্... more
শুরু নতুন বছর। আর নববর্ষের প্রথম দিনে সারা বছর মঙ্গলময় কাটার বাসনা নিয়ে প্রার্থনায় বাঙালি। এদিন মঙ্গলকামনার উদ্দেশে দক্ষিণেশ্বরে সকাল থেকেই ভক্তদের ঢল। দেখা গিয়েছে লম্বা লাইন। মন্দির চত্বরজুড়ে এদিন সকাল থেকেই পূজা-অর্চনা দেখা গিয়েছে। কেউ কর্মে উন্নতির লক্ষ্যে দিয়েছেন পুজো, কেউবা সার্বিক মঙ্গলকামনায়।