Updated: 30 Sep 2024, 08:49 PM IST
Laxmishree Banerjee
পুজোর মরসুমে, ২০ শতাংশ বোনাসের দাবিতে ১২ ঘণ্টার শান্তিপূর্ণ বনধ দার্জিলিংয়ে। বনধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। বনধ চলাকালীন, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক সর্বত্র গাড়ি চলাচল বন্ধ ছিল। আর কী কী নজরে এল?