Updated: 20 Jul 2024, 10:26 PM IST
Sayani Rana
গত বছর নভেম্বরে হঠাৎই বিয়ের ঘোষণা করে সকলকে চমকে দেন সৌরভ-দর্শনা। তারপর ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। শুক্রবার বক্স অফিসে মুক্তি পেয়েছ দর্শনা বণিকের নতুন ছবি 'সূর্য'। সেখানে দর্শনা ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টপাধ্যায় এবং মধুমিতা সরকার। তাঁদের ছবির প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। টলিপাড়ার অনেকেই হাজির হয়েছিলেন। সঙ্গে প্রিমিয়ারে শাশুড়ি মাকে নিয়ে হাজির হয়ে ছিলেন দর্শনাও। সেখানেই বৌমার প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি মা। তিনি তাঁর ও দর্শনার সংসার জীবনের নানা খুঁটিনাটি শেয়ার করেছেন। তিনি ঠিক কী বললেন দর্শনার ব্যাপারে? বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।