রবিবার সকালে দীপিকা নিজের জন্মদিনের সেলিব্রেশন শুর... more
রবিবার সকালে দীপিকা নিজের জন্মদিনের সেলিব্রেশন শুরু করলেন মুম্বই এয়ারোপোর্টে। এদিন মুম্বই এয়ারোর্টে কেক কাটলেন দীপিকা।ছাপাক তারকার সঙ্গী রণবীর সিং। বার্থ ডে গার্লের জন্য সেই কেক নিয়ে হাজির হয়েছিলেন এক অনুরাগী। যিনি কর্মসূত্রে চিত্রসাংবাদিক হলেও ডীপ্পীর একনিষ্ঠ ভক্ত। সেই ফ্যানকে হতাশ করলেন না দীপিকা। লখনউ যাওয়ার আগে এয়ারপোর্টে কেক কাটলেন। কেকের প্রথম টুকরোটা স্বামী রণবীরের মুখে তুলতে গেলে বাঁধা দেন রণবীর। জানান, কেক যে এনেছে তারই প্রাপ্য প্রথম টুকরো। রণবীরের এই ব্যবহার শুধু সেই ফ্যানের নয় মন জিতে নিয়েছে নেটিজেনদেরও। দেখুন সেই ভিডিও।