বাংলা নিউজ >
দেখতেই হবে >
দিল্লি নির্বাচন ২০২৫: দিল্লিতে ফুটছে পদ্মফুল! দৃশ্যের কোলাজে রাজধানীর 'গেরুয়া আমেজ'
Updated: 08 Feb 2025, 08:28 PM IST
Laxmishree Banerjee
২৭ বছর পর দিল্লিতে বিজেপি সরকার। দিল্লি নির্বাচনে প্রথম থেকেই এগিয়ে গিয়েছিল বিজেপি। কড়া লড়াইয়ের মুখে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অতিশীও। নয়া দিল্লির আসন থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করার পরে বিজয় উল্লাস করেছেন বিজেপি প্রার্থী পারভেশ ভার্মা। এদিকে, দিল্লির গদিতে বসার জন্য বিজেপিকে শুভেচ্ছা জানান স্বাতী মালিওয়াল। তাঁর দাবি, নারীর উপর অত্যাচার ভগবান সহ্য করেন না। ওদিকে সড়ক-পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বিজেপির রাজধানী জয়ে উৎফুল্ল হয়ে জানান, দিল্লিকে বিশ্বের সবচেয়ে সুন্দর বানাতে চায় বিজেপি।