বাংলা নিউজ >
দেখতেই হবে >
'৭১-এ গণতন্ত্রের জয় হয়,' বিজয় দিবসে বাংলাদেশ প্রতিনিধিদের সামনে যা বললেন রাজ্যপাল
Updated: 17 Dec 2024, 08:30 PM IST
Laxmishree Banerjee
ভারত-বাংলাদেশ নয়। গণতন্ত্রের জয় হয়েছিল ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর। বিজয় দিবস উপলক্ষ্যে এমনটাই বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বাংলাদেশের প্রতিনিধি দল ও বাংলার রাজ্যপাল সহ ভারতীয় সেনা কর্তাদের উপস্থিতিতে পালিত হল বিজয় দিবস। একে অপরের হাতে স্মারক তুলে দেন রাজ্যপাল ও বাংলাদেশের মেজর জেনারেল। বাংলাদেশ স্বাধীনতায় ভারতের ভূমিকার উল্লেখ করে রাজ্যপালকে বা়ংলাদেশে যাওয়ার আহ্বান জানান বাংলাদেশের সেনার এক অফিসার।