বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rajnath speech of moye moye Video: ইন্ডিয়া ব্লককে জনতা 'মোয়ে মোয়ে' করে দেবে- ভাইরাল ট্রেন্ড ধরে ভাষণ রাজনাথের
Updated: 03 Apr 2024, 10:16 PM IST
Sritama Mitra
'মোয়ে মোয়ে'র ভাইরাল ট্রেন্ড দেশের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। অনেকেই গুগল করে শব্দের মানে বের করতে শুরু করেছেন। এদিকে, তারই মধ্যে প্রচারে 'মোয়ে মোয়ে' মিম দিয়ে বিরোধীদের কটাক্ষ করতে ছাড়লেন না রাজনাথ সিং। ভাষণে তিনি কার্যত ঝড় তুলে দিয়েছিলেন বুধবার। গাজিয়াবাদের সভায় তিনি বলেন, 'আমার পুরো বিশ্বাস রয়েছে যে বিরোধীদের মোয়ে মোয়ে করে দেবে ভারতের জনতা।' এর আগে 'পুষ্পা' ফিল্মের সুপারহিট সংলাপ নিয়ে আলমোড়ায় একবার ভাষণে ঝড় তুলে ছিলেন রাজনাথ। এবার তিনি ভাইরাল 'মোয়ে মোয়ে' ট্রেন্ড তুলে ধরলেন লোকসভা ভোটের প্রচারের ভাষণে।