বাংলা নিউজ >
দেখতেই হবে >
সকাল হতেই হাওড়া স্টেশনে, খাদানের প্রচারে দেব চড়লেন বন্দে ভারত, কোথায় গন্তব্য?
Updated: 10 Dec 2024, 03:04 PM IST
লেখক Tulika Samadder
দেব চড়লেন বন্দে ভারত। এমনিতই এই ট্রেনের ক্রেজ আকাশছোঁয়া। হাওড়া টু এনজেপি-গামী ট্রেনে চেপে দেব নামবেন আসলে মালদা। সেখানেই এবার হব খাদানের প্রোমোশন। এর আগে দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠে প্রচার চালিয়ে এসেছ গোটা টিম।