Updated: 08 Jan 2025, 07:54 PM IST
লেখক Ranita Goswami
#mamatabanerjee #dev #indranilsen
বুধবার স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেব বলেন, ‘আমি আসলে আপনাদের খুব বেশি জ্ঞান দিতে চাইব না। আজকে একটা বিশেষ দিন। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছ থেকে পাওয়া সৌভাগ্যের বিষয়। আমরা এভাবে CM-কে পাইনি। আমার পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং সবই বোম্বে, পুনে থেকে হয়েছে। আমরা সত্য়িই এমন CM পাইনি।’ দেবের কথায়, ‘যদি আরেকবার সুযোগ পাই আমি জীবনের পুরনো পাতাকে যদি খুলতে চাই, তাহলে বলব স্টুডেন্ট লাইফটাকে ফিরে পেতে চাই। কারণ, এই সময়টাতে হয়ত টিচার, গার্জেনদের উপর রাগ হত। তবে এখন ভাবি, যদি আরেকটু মন দিয়ে পড়াশোনা করতাম, তাহলে হয়ত আরও ভালো মানুষ হতাম। এই একটা সময় যখন অনেক রাগ হবে, হিংসে হবে অন্যের উপর। মনে হবে, ও কেন ফার্স্ট হল, আমি কেন ফেল করলাম! তবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, এই ১০-১৬/১৮ বছর আর ফিরে আসে না। জীবনে অনেক সময় আসবে, তবে এটা আর ফিরে আসবে না। যতটা পারবে পড়াশোনা করবে, কারণ, এটা আর ফিরবে না। এই সময়টাতে বাবা-মায়ের কথা শুনলে, টিচাররদের কথা শুনলে জীবনে লাভবান হবেন, আপনারাও একদিন এই জায়গায় পৌঁছবেন (মঞ্চের দিকে দেখিয়ে) আমরা সেদিন কোথায় থাকব জানি না, হয়ত উপরে থাকব! তবে এটাই হচ্ছে আসল বয়স।'