Updated: 09 Mar 2025, 05:49 PM IST
Laxmishree Banerjee
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মমহোৎসব, মহা ধুমধাম করে পালিত হচ্ছে বেলুড়ে। বসেছে মেলা। চলছে বেচাকেনা। সকাল থেকেই সেজে উঠেছে ভিড় দর্শনার্থীদের। রামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে, গঙ্গার ধারে সেজেছে অস্থায়ী মঞ্চ। সকাল থেকেই চলছে বেদ পাঠ, স্তব গান, ভজন, রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান কবিগান, লোকগীতি ইত্যাদি।