বাংলা নিউজ >
দেখতেই হবে >
Dharmendra Pradhan Oath: 'নিট...নিট' স্লোগানের মধ্যেই লোকসভায় সাংসদ পদে শপথ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
Updated: 24 Jun 2024, 02:55 PM IST
Sritama Mitra
লোকসভা ভোট ২০২৪ এর পর সোমবার ২৪ জুন ছিল সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতেই এদিন সাংসদ পদে শপথ নেন নবনির্বাচিত সদস্যরা। এই শপথ পাঠের সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে এক দৃশ্য উঠে আসে। তিনি শপথ পাঠ করতে উঠতেই দেখা যায়, চারিদিক থেকে ‘নিট নিট’ স্লোগান আসছে। প্রসঙ্গত, সদ্য দেশে ইউজিসি নিট পরীক্ষা বাতিল হয়েছে। সন্দেহ, তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে ডার্ক ওয়েবে। এরপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর শপথের সময় সংসদের অন্দরে এই ছবি দেখা যায়।