বাংলা নিউজ >
দেখতেই হবে >
Stage caved in at Rahul Gandhi's Rally: ভেঙে মঞ্চ নিচে নেমে গেল, হাত নাড়তে থাকলেন রাহুল! ভিডিয়ো ভাইরাল
Updated: 27 May 2024, 04:03 PM IST
Sritama Mitra
এই দৃশ্য বিহারের পাটুলিপুত্রের পালিগঞ্জের। সেখানে ইন্ডি জোটের সভা ছিল। পালিগঞ্জের সভায় উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। সভার মঞ্চে রাহুল সহ বিশিষ্টরা হেঁটে যাওয়ার সময় মঞ্চ ভেঙে নিচে ঢুকে যেতে থাকে। সেই সময় মঞ্চে উপস্থিত রাহুল গান্ধী যদিও তা নিয়ে বিচলিত না হয়ে, জনতার দিকে তাকিয়ে হাত নাড়তে থাকেন। গোটা দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।