বাংলা নিউজ > দেখতেই হবে > কুড়মি ইস্যুতে 'আমি অন্যায় করিনি...' বললেন দিলীপ,'ক্ষমা' প্রসঙ্গ তুলে সুকান্ত দিলেন কোন বার্তা?

কুড়মি ইস্যুতে 'আমি অন্যায় করিনি...' বললেন দিলীপ,'ক্ষমা' প্রসঙ্গ তুলে সুকান্ত দিলেন কোন বার্তা?

রবিবার লালগড়ে নিজের কর্মসূচিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ। যাওয়ার পথে তাঁর রাস্তা আটকান কুড়মি সমাজের আন্দোলনকারীরা। দুই পক্ষের কথা চলে। তখনই দিলীপ ঘোষকে একটি মন্তব্য করতে দেখা যায়। সেই মন্তব্য ঘিরে বিতর্কের পারদ চড়তে থাকে। এরপর বিক্ষোভে ফেটে পড়েন কুড়মি সমাজের মানুষ। নানান জায়গায় চলে বিক্ষোভ। এরপর মঙ্গলবার তাঁর সেই বিতর্কিত মন্তব্য ইস্যুতে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। এদিকে, এই গোটা বিতর্ক নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার।