Updated: 03 Dec 2024, 08:17 PM IST
লেখক Ranita Goswami
দিলজিৎ-এর কলকাতা কনসার্টে তাঁর মহিলা অনুরাগীদের আবেগে ভরা একটি ভিডিয়োই এবার উঠে এল গায়কের ফেসবুকের পাতায়। যে ভিডিয়োতে মঞ্চে দিলজিৎ-এর এন্ট্রির পরপরই উল্লাসে ফেটে পড়তে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের। এদেরই মধ্যে এক তরুণীকে হাতে করে ভালোবাসার চিহ্ন তৈরি করতে দেখা যায়। আবার কেউ কেউ দিলজিৎ-এর নানান মুহূর্ত মোবাইল ক্যামেরায় লেন্সবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন, কেউ আবার আবেগে কেঁদে ভাসান। অনেকেই গায়ককে সামনে থেকে দেখার আনন্দে চোখের জলে বিহ্বল হন। আবার যখন দিলজিৎ গান গাইতে গাইতে নিজের জ্যাকেট খুলে দেন, তখন সেই জ্যাকেট লুফে নিয়ে বুকে জড়িয়ে ধরে এক তরুণী। নিজের শোয়ের এমনই কিছু ঝলক ফেসবুকের পাতায় ভিডিয়ো আকারে তুলে ধরেছেন দিলজিৎ।