Updated: 02 Jul 2024, 09:07 PM IST
লেখক Moinak Mitra
টি২০ বিশ্বকাপ জিতেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা। ভারতীয় দলের ভবিষ্যৎ কি সঠিক হাতেই থাকবে? রোহিত শর্মা পরবর্তী অধিনায়ক নিয়ে রয়েছে জল্পনা। হার্দিক না বুমরাহ? কার হওয়ার উচিত পরের অধিনায়ক?