HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > দেখতেই হবে > মদ্যপ অবস্থায় সোজা মোবাইল টাওয়ারে চড়ে পড়েছিলেন ব্য়ক্তি! তারপর যা হল

মদ্যপ অবস্থায় সোজা মোবাইল টাওয়ারে চড়ে পড়েছিলেন ব্য়ক্তি! তারপর যা হল

এমন দৃশ্য দেখলে অনেকেরই ব্লকবাস্টার ফিল্ম 'শোলে'-এর কথা মনে পড়তে পারে। সেখানে মদ্যপ অবস্থায় বীরুকে দেখা গিয়েছিল জলের ট্যাঙ্কে চড়তে। আর এই ভিডিয়ো যাঁকে কেন্দ্র করে তিনি মোবাইল টাওয়ারে চড়েছেন। এই ঘটনা মধ্য প্রদেশের বিজয় নগরের। সেখানে এই ব্যক্তি, মোবাইল টাওয়ারে চড়ে পড়েন। ততক্ষণে তাঁকে দেখতে ও নামানোর চেষ্টা করতে লোক জড়ো হতে থাকে রাস্তায়। ৪৫ মিনিট এমন চলার পর, শেষে ওই ব্যক্তি নেমে আসেন টাওয়ার থেকে। কেন তিনি টাওয়ারে চড়েছিলেন, সেই প্রশ্নের উত্তর যদিও এখনও মেলেনি। উত্তরের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও ভিডিও