বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি
Updated: 16 Sep 2024, 10:00 PM IST
Laxmishree Banerjee
প্রবল বর্ষণে বিপর্যস্ত নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগণা জেলাও। জল-যন্ত্রণার করুণ পরিস্থিতি চারিদিকে। ক্ষতির সম্মুখীন বিঘা বিঘা চাষের জমি। ওদিকে, একটানা বৃষ্টির দাপটে রেহাই নেই টিটাগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। একটি বাড়ির একাংশ ইতিমধ্যেই ধসে গিয়েছে। যদিও বড় কোনও হতাহতের খবর নেই। আহত বাড়িরই এক সদস্য। তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।