বাংলা নিউজ >
দেখতেই হবে >
Duggamoni O Baghmama: লাইট-ক্যামেরা- অ্যাকশন, কীভাবে হচ্ছে ‘দুগ্গামণি ও বাঘমামা’র শ্যুটিং?
Updated: 03 Mar 2025, 08:02 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
শিশুকেন্দ্রীয় বাংলা ধারাবাহিকের গল্প হাতেগোনা। বেশ কয়েকবছর আগে ‘পটলকুমার গানওয়ালা’, ‘ভুতু’-র মতো কিছু ছোটদের ধারাবাহিক টেলিপর্দার দর্শকদের মন কেড়েছিল। তেমনই আবার সেভাবেও নজর কাড়তে পারেনি ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’-র মতো ধারাবাহিক। তবে এবার টেলিভিশনের পর্দায় আসছে নতুন একটি শিশুকেন্দ্রীক ধারাবাহিক। নতুন এই ধারাবাহিকের নাম ‘দুগ্গামণি ও বাঘমামা’। কেন্দ্রীয় চরিত্র ‘দুগ্গামণি’-কে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। আর এই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী রাধিকা কর্মকার। আর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মানালি দে-কে। ৩ মার্চ থেকে জি বাংলার পর্দায় প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯. ৩০ মিনিটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যার নাম রাখা হয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’।