বাংলা নিউজ > দেখতেই হবে > Kanpur Durga Puja Video: কানপুরের ১৫৮ বছরের এই দুর্গপুজোয় মেতে উঠলেন প্রবাসীরা! প্যান্ডেল হপিং-এর ছবি একনজরে

Kanpur Durga Puja Video: কানপুরের ১৫৮ বছরের এই দুর্গপুজোয় মেতে উঠলেন প্রবাসীরা! প্যান্ডেল হপিং-এর ছবি একনজরে

কাশফুল, আর শিউলির মেলায় যখন বাংলাজুড়ে দেবী দুর্গার আরাধনা চলছে, তখন পিছিয়ে নেই প্রবাসী বাঙালিরাও। বাংলার বাইরে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো ঘিরে প্রবল উৎসাহ প্রবাসী বাঙালিদের মধ্যে। একই ছবি ধরা পড়ল উত্তর প্রদেশের কানপুরে। বহু ইতিহাস, ঐহিত্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে উত্তরপ্রদেশের কানপুর। সেখানে কয়েক শত পুজো হয় প্রতিবার। গত ২ বছর করোনার বিধি নিষেধ কাটিয়ে এবার ফের স্বমহিমায় কানপুরের দুর্গাপুজো। তারই মাঝে নজর কেড়েছে ১৫৮ বছরের এবি বিদ্যালয়ের পুজো। ভিড় উপচে পড়েছে আরমাপুরের বিখ্যাত দুর্গাপুজো ঘিরেও। নিষ্ঠা সহকারে পুজোর আয়োজনের ছবি দেখা গিয়েছে পান্ডুনগরের পুজোয়। সবমিলিয়ে উত্তরপ্রদেশ জুড়েও পুজোয় সাজো সাজো রব।