Updated: 17 Sep 2024, 07:25 PM IST
Laxmishree Banerjee
ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে আরও বেশি পরিমাণে জল ছাড়া হচ্ছে। ডিভিসি সূত্রে জানা গিয়েছে যে মাইথন থেকে ১ লক্ষ ৭০ হাজার কেউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে প্রায় ৭০ হাজার কেউসেক জল ছাড়া হচ্ছে। বলা বাহুল্য, এত বেশি পরিমাণে জল ছাড়ার ফলে, ডিভিসির নীচের এলাকা ব্যাপকভাবে জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জল-যন্ত্রণা আরও বাড়তে পারে।