বাংলা নিউজ >
দেখতেই হবে >
Earthquake: নেপাল-চিনে জোরালো তীব্রতায় ভূমিকম্পের প্রভাব.. কেঁপে উঠল বিহার-উত্তরবঙ্গও
Updated: 07 Jan 2025, 08:50 PM IST
Sritama Mitra
নেপাল ও চিনে মঙ্গলবার সকালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে। এদিকে, তার জেরে সাত সকালে কেঁপে ওঠে উত্তরবঙ্গও। সাত সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়িও। জানা গিয়েছে, সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। ঘরের ভিতরে শীতের দিনে বন্ধ থাকা ফ্যান-এ দুলুনি দেখা যায়। এদিকে ভূমিকম্প ঘিরে বিহারের ছবিটাও খানিকটা একই। বিহারের শেওহর এলাকাতেও ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।