বাংলা নিউজ > দেখতেই হবে > অর্থনীতিতে স্নাতক এই তরুণী ২ বছর চাকরি না পেয়ে শুরু করলেন চায়ের দোকান!

অর্থনীতিতে স্নাতক এই তরুণী ২ বছর চাকরি না পেয়ে শুরু করলেন চায়ের দোকান!

এই ছবি পটনার। সেখানের মহিলা কলেজের সামনে এই তরুণী চায়ের দোকান শুরু করেছেন। ২০১৯ সাল থেকে তিনি চাকরির খোঁজ করছেন বলে জানান। তবে অর্থনীতিতে স্নাতক এই তরুণী গত ২ বছর চাকরি পাননি। শেষে শুরু করেছেন চা বিক্রি করতে। তাঁর দোকানে কলেজের পড়ুয়ারা প্রায়ই আসেন। তরুণী বলছেন চায়ের দোকান তৈরি করতেও বহু সমস্যা হয়। আসছিল না ঋণের টাকা। তবে যাবতীয় সমস্যা পেরিয়ে আপাতত লড়াই জারি রেখেছেন ইনি। 'প্রফুল্ল এমবিএ চায়ওয়ালা' তাঁর অনুপ্রেরণা।