বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে ED তল্লাশি! লক্ষ্মণ শেঠের বাড়িতেও হানা
Updated: 03 Dec 2024, 09:34 PM IST
Laxmishree Banerjee
সারাদেশে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে কোটা দুর্নীতি অব্যাহত। এনআরআই কোটায় দুর্নীতির অভিযোগ। এবার এই দুর্নীতি দমনেই কোমর বেঁধে মাঠে নামল ইডি। যোগ্য ছাত্রদের বঞ্চিত করে টাকার বিনিময়ে ডাক্তারি পড়ার অভিযোগের নিষ্পত্তি করতে, সকাল থেকে রাজ্যের ৮ সরকারি মেডিক্যাল কলেজ ও তার মালিকদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন ইডি আধিকেরিকেরা। মঙ্গলবার সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিক লক্ষ্মণ শেঠের বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। ভর্তি কোটা দুর্নীতির তদন্তে, শুধু তাঁর বাড়িতেই নয়, তাঁর তৈরি বেসরকারি হাসপাতাল ‘আই কেয়ার’-এও তল্লাশি চালানো হয়েছে।