Updated: 03 Jan 2025, 12:39 AM IST
Laxmishree Banerjee
ইডি সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ে হাজার কোটি টাকার সাইবার প্রতারণা অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রতারকরা জাল ছড়িয়েছে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। এদিন, সল্টলেকের গোপাল ঝা-এর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। বাবা মা ও ভাই থাকেন এই বাড়িতে। সেখানে গোপালকে না পেয়ে তাঁর ভাই রাজুকে নিয়ে বাগুইআটির ১৩/৫ রঘুনাথপুরের ফ্ল্যাটে পৌঁছোন আধিকারিকরা। এরই পাশাপাশি বিদেশি কয়েন কাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞা থানা ডাকবাংলা এলাকায় একটি দোকানে ও বাড়িতে অভিযান চালিয়েছে ইডি।