Agnimitra Paul campaign in Local Train: তীব্র গরমে লোকাল ট্রেনে ভোট প্রচার করলেন অগ্নিমিত্রা পাল Updated: 01 May 2024, 04:11 PM IST লেখক Abhijit Chowdhury বালাসোরগামী খড়গপুর লোকাল ট্রেনে উঠে প্রচার করলেন অগ্নিমিত্রা পাল। আজ সকাল ১০টা নাগাদ খড়গপুর থেকে দাঁতন পর্যন্ত যান অগ্নিমিত্রা। দাঁতনে নেমে তিনি সোনাকনিয়া হাটে গিয়ে জনসংযোগ করেন।