Updated: 22 May 2024, 04:18 PM IST
লেখক Abhijit Chowdhury
হিরণ চট্টোপাধ্যায় তাঁর আপ্তসহায়ক তমঘ্ন দে-র খড়গপুরের বাড়িতে রাত তিনটের সময় হানা দিয়েছে ঘাটাল পুলিশ। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান হিরণ। সেখানে ঘাটাল থানার ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন হিরণ। পুলিশ অফিসারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। পালটা ‘দম দেখে নেব’ বলে জবাব দেন ওসি।