Updated: 08 Jun 2024, 09:47 PM IST
Sayani Rana
হাতে ছিপ নিয়ে মাছ ধরায় ব্যস্ত বিজেপি নেতা দিলীপ ঘোষ। বসিরহাট মহকুমায় মাছ ধরতে দেখা গেল বিজেপির দিলীপ ঘোষকে। তাঁর সঙ্গে ছিলেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকারও। অনেকের ধারনা, এটি তাঁর জনসংযোগের একটি কৌশল। অপ্রত্যাশিত পরাজয়ের পর তিনি আবার এই ভাবেই মাঠে নামলেন। মাছ ধরতে ধরতেই নেতা একরাশ ক্ষোভ উগরে দেন। দিলীপ জানান, 'যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনের দিকে তাকাতে হয়।' তাই পুরনো কর্মীদের চাঙ্গা করতে ফের ময়দানে দিলীপ।