নিজের গড় কাঁথিতেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সদ্... more
নিজের গড় কাঁথিতেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সদ্য বিজেপিতে যাওয়া শিশির অধিকারী। তাঁর সভাস্থল ঘিরে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এমনকী উঠল ‘শিশিরবাবু চিটিংবাজ’ স্লোগান। তা নিয়ে তৃণমূল কংগ্রেস–বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও এগরা থানার পুলিশ। বিজেপি প্রার্থী সুমিতা সিনহার প্রচারে সন্ধ্যায় তিনি কাঁকগেছিয়ার সভায় গিয়েছিলেন। তখন তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা শিশির অধিকারীর গাড়ি ঘিরে বক্স বাজিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক তাঁকে এভাবেই আটকে রাখা হয়। শিশির অধিকারী বলেন, ‘কয়েকজন যুবককে মদ খাইয়ে সভা বানচাল করার চেষ্টা করছে। আমি ওদের সব ছবি তুলে নিয়েছি। পরে ব্যবস্থা নেব। এসব পরিস্থিতি আমি বহু দেখেছি। এসব করে কিছুই হবে না।’