পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির জনসভা থেকে আবারও মমত... more
পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির জনসভা থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুললেন 'খেলা হবে'। কিন্তু এবার তাঁর ভাষণ সসামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু কেন? মমতা বলেন, 'যে যা পারেন, খেলুন। ফুটবল খেললে এমনভাবে খেলুন, বলটা যেন একেবারে গিয়ে বোল্ড আউট করে দেয়।' ক্রিকেট নিয়ে মমতা বলেন, 'ক্রিকেট খেললে এমন করুন, বলটা বার পোস্টের বাইরে পাঠিয়ে দিন।' সেই ভাষণের অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ভিডিয়ো।