বোরখা 'তুলে মুখ দেখান', মুসলিম মহিলাদের 'পরিচয় যাচাই' BJP প্রার্থীর, মামলা রুজু কমিশনের Updated: 13 May 2024, 05:44 PM IST লেখক Ayan Das মুসলিম মহিলাদের বোরখা তুলে মুখ দেখাতে বলে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী কে মাধবীলতা। মুসলিম মহিলাদের পরিচয় যাচাই করার জন্য বোরখা তুলতে বলেন, উঠেছে অভিযোগ। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -