বাংলা নিউজ > দেখতেই হবে > ভোটযুদ্ধ > Karnataka Vote Video: কর্ণাটকে ভোট গণনার শুরুতেই বিজেপি অফিসে ফনা তুলল সাপ! ১৩ মে,শনিবার বারবেলার আগেই যা ঘটল

Karnataka Vote Video: কর্ণাটকে ভোট গণনার শুরুতেই বিজেপি অফিসে ফনা তুলল সাপ! ১৩ মে,শনিবার বারবেলার আগেই যা ঘটল

২০২৩ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা ছিলই। সকাল থেকেই কন্নড়ভূমে ভোট গণনা শুরু হয় শনিবার ১৩ মে। এদিকে, তারই মাঝে ঘটে গেল এক কাণ্ড! কর্ণাটকের শিগ্গাওঁতে বিজেপির ক্যাম্প অফিসে দেখা গেল সাপ! ভোট গণনার শুরুতেই বিজেপি অফিসে ফনা তুলল সাপ! উল্লেখ্য, এই শিগ্গাওঁ কেন্দ্রটিতে প্রার্থী খোদ কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাই। এদিকে, কর্ণাটকে শনিবার বেলা গড়াতেই স্পষ্ট হতে থাকে ভোটের ফলাফলের ছবি। বিজেপিকে পিছনে ফেলে জয়ের দিকে বহু ক্রোশ এগিয়ে যায় কংগ্রেস। তারই মাঝে বিজেপি অফিসে এভাবে সাপ উদ্ধার ঘিরে ছড়াল চাঞ্চল্য।